অনেকদিন থেকেই ইচ্ছে ছিলো মুদির দোকানে এমন কিছু একটা সেল করবো যার জন্য আমাকে এক্সট্রা কোন প্যাড়া নিতে হবেনা এবং প্রফিট বেশ ভালোই থাকবে।
তাই কফি এবং চা মেশিন ছিলো আমার প্রথম পছন্দ।
কফিওয়ালার যে টেস্ট আর উনাদের মেশিনের পেছনে যে পরিমান সময় শ্রম আর কুইক রেস্পন্স করেন তাতে মুগ্ধ না থেকে উপায় নেই।
মার্কেটে আরো কমদামে প্রিমিক্স বা পাউডার পাওয়া গেলেও কফিওয়ালার কোয়ালিটির কারনে তারা আমার মন জয় করতে পেরেছে।
শুভকামনা কফিওয়ালার জন্য
আর সবাইকে দাওয়াত আমার দোকানে কফি খাবার জন্য।