খুব ভালো একটা প্যাকেজ অফার ছিলো বলে দেরি করিনাই।
পুরো সংসার মিলিয়ে দোকানদারি করি তার মাঝে চা বানাতে বানাতেই অনেক সময় চলে যায়।
আর বেশী চাপ থাকলে হাত ব্যথা শুরু হয়ে যেতো।
তাছাড়া মানে প্রায় ৩ টার উপর সিলিণ্ডার গ্যাস লাগতো আমার দোকানে।
মেশিনের সবদিক বিবেচনা করে নিয়ে নিলাম।
প্রথম দিন থেকেই যারা কফিওয়ালার কফি খেয়েছে তাদের মুখেই হাসি ফুটে উঠেছে কফি খেয়ে।
আর দুধ চায়ের স্বাদটাও অসাধারন।
সব মিলিয়ে ব্যবসা করতে চাইলে এইরকম ভালো মানের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করা দরকার।