পাশের গলিতে ভাতিজা একটা মেশিন ব্যবহার করতেছে।
একদিন জিজ্ঞেস করলাম কেমন দরদাম আর প্রফিট মার্জিন কেমন?
ভাতিজা কইলো যে কাকা সব ভালোই আছে, আর সার্ভিস সাপোর্ট ডাকলেই পাই।
মুদির দোকানের এক পাশে এনে বসিয়ে দিলাম কফিওয়ালার কফি এবং চা মেশিন।
ভালোই চলতেছে এখন। ঝামেলা ছাড়াই একটা মেশিন দিয়ে কফি এবং চা বিক্রি করতে পারবো তাও আবার এমন মুদির দোকানে এটা ভাবতে পারিনাই।
ধন্যবাদ কফিওয়ালা