প্রায় ২০ বছরের বেশি সময় ধরে চায়ের দোকানদারি করি।কিন্তু সময়ের সাথে সাথে
নিজেকে আপডেট করা হচ্ছিলোনা বিধায় কফিওয়ালার একটা মেশিন নিয়ে নিলাম।
এরপর থেকে আর আমাকে চামচ দিয়ে নেড়ে নেড়ে চা বানানোর দরকার হয়নি।
এছাড়া এই ব্যবসা স্মার্ট এবং ওয়ান টাইম কাপে পরিবেশন করা লাগে বিধায় কাপ
ধোয়ারও ঝামেলা নেই।
আমি খুশি আছি প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে