অন্য একটা কোম্পানির মেশিন ছিলো আমাদের হোটেলে।
কিন্তু মেশিনের সার্ভিস সাপোর্ট ঠিকভাবে না পাবার কারনে অনেকটা বাধ্য হয়েই চেঞ্জ করে কফিওয়ালার মেশিন নিলাম।
উনাদের একটা কথাই ভালো লেগেছেঃ যদি মেশিন বন্ধ থাকে তবে শুধু আপনার না কফিওয়ালার ব্যবসাও বন্ধ থাকবে।
আর উনাদের সার্ভিস ইঞ্জিনিয়ার নাকি সকাল ১০ টা থেকে রাত ১১ টা অবধি সাপোর্ট দিয়ে থাকেন।
এই কথা শোনার পর মেশিন কে না নিতে চাইবে??
আর কফির টেস্টঃ আহ, অসাধারন বললেও ভুল বলা হবে, তার চাইতে আসলেও অনেক বেশী কিছু।
আমাদের ক্যাফে কলমিলতা বাংলা এন্ড চাইনিজ রেস্টুরেন্টে আপনারা আসবেন আর ১ কাপ কফি খেয়েই দেখবেন আমি মিথ্যা বলছি কিনা।