গ্যাসের সিলিন্ডার দিয়ে চায়ের ব্যবসা করতাম এতোদিন।
গরমে অস্থির হয়ে যেতাম আবার ঐদিকে মাসিক যে পরিমান বিদ্যুৎ বিল দিতাম সব মিলিয়ে খুব একটা পেরেশানিতে ছিলাম।
একদিন কফিওয়ালা থেকে কেউ একজন আসলো এবং আমাকে তাদের অফারগুলো দেখালো।
সমস্ত ডকুমেন্ট দিয়ে আমি রাজি হয়ে গেলাম
এরপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি আমাকে
ওয়ান টাইম পেপার কাপে সেল করি বিধায় কাপ ধোয়ার ঝামেলা নাই, পানিও লাগে কম, হাতের অবস্থাও বেশ ভালো থাকে।
আর সার্ভিস খুব ভালো এদের, ডাকলেই খুব দ্রুত পাওয়া যায় যদিও কফিওয়ালার কফি এবং চা বানানোর মেশিনের সমস্যাই অনেক কম হয়।
সব মিলিয়ে আমি বেশ খুশি কফিওয়ালার সার্ভিসে।