আমার পায়ে হাল্কা একটু সমস্যা থাকার কারনে জায়গা ছেড়ে নড়াচড়া একটু কঠিন হয়ে যায় বিধায় এইরকম একটা মেশিন খুজতেছিলাম আমি যেটা দিয়ে চা এবং কফি বানানো যাবে।
এইরকম একটা সুন্দর অফার পেলাম যার কারনে আর দেরী করিনাই দোকানে মেশিন সেটাপ করতে।
প্রথম দিনেই সবাই খুব ভালো বলেছেন কফি এবং চায়ের স্বাদ সম্পর্কে যা আমার কাছে খুব ভালো লেগেছে।
মেশিনের সার্ভিস এর ব্যপারে নাকি মাত্র ৩ ঘন্টার ভেতর এসে ঠিক করে দিয়ে যাবে যা আমাকে আসার আলো দেখাচ্ছে।
আশা করছি ভালো হবে সামনের দিকে।