আমার এক বন্ধুর বাসার গলির সামনে এই মেশিন দেখেছিলাম, হুট করে সেই বন্ধু এই কোম্পানির এক লোক নিয়ে দোকানে এসে আলাপ করে একটা মেশিন বসিয়ে দিয়ে গেলো।
প্রথম দিন থেকেই বেশ ভালো রেসপন্স পেয়েছি উনাদের। আর প্রোডাক্ট এর কোলালিটি অসাধারন রকমের ভালো।
মেশিনের সার্ভিসের ব্যপারে যে কথা শুনে গেছি তাতে করে ভেতর একেবারে ঠান্ডা হয়ে গেছে। ১ বেলার ভেতর সার্ভিস না করতে পারলে মেশিন পানিতে ফেলে দিতে বলেছেন উনারা-এতো কনফিডেন্ট।
যাই হউক-আমি খুশি
তবে দাম একটু কমানোর জন্য বলাতে উনাদের উত্তর ছিলো-ভালো জিনিশের দাম একটু বেশীই হয়। 🙂