বয়স একেবারে কম না আমার
তারপরেও একটা চা স্টল চালাই মোটামুটি সারাদিনে প্রায় ১৬ ঘন্টার উপর চালু রাখতে হয়।
চা বানাইতে বানাইতে হাতের অবস্থা আর ভালো থাকেনা এইজন্য একজন সন্ধান দিলো কফিওয়ালার মেশিনের ব্যপারে।
কথা বলে ভালো লেগেছে আর কফি এবং চায়ের টেস্ট আসলেই অন্যরকম, কারো সাথে মিলে না।
তাই দেরি না করে নিয়ে নিলাম একটা প্যাকেজ।
এখন আলহামদুলিল্লাহ্ ভালোই দিনকাল যাচ্ছে আমার।
স্মার্ট উপায়ে কফি আর চায়ের ব্যবসা করতে পারতেছি।