আমার হোটেলের পাশেই ছোট করে একটা স্টেশনারী শপ আছে। সবাই কিছু খাবার পর চা কফি খাইতে চাইতো
কিন্তু আমার দোকানের লোকেশন এমন একটা জায়গায় যে আশেপাশে চা কফির কোন দোকান নেই।
তাই কফিওয়ালার সাথে যোগাযোগ করে নিয়ে নিলাম একটা কফিওয়ালা ডিজিটাল কফি মেশিন।
হোটেলের ব্যবসা এখন আল্লাহর রহমতে আরো ভালো চলছে এই কফি মেশিন থাকার কারনে।
কফিওয়ালার সার্ভিস সাপোর্ট অসাধারন, মেশিনের কোন সমস্যা হলে খুব দ্রুতই সার্ভিস সাপোর্ট পাই যা ব্যবসা করার জন্য অনেক দরকারী।
মার্কেটে অনেকেই আরো কম দামে অফার করলেও আমি কোয়ালিটিতে ছাড় দেইনি বিধায় কফিওয়ালার কফি মেশিন এবং কফি পাউডার ব্যবহার করি।
কারন কফিওয়ালা কোয়ালিটি নিয়ে কাজ করে।