
একটা সুন্দর গোছানো ছিমছাম স্মার্ট ব্যবসা করা আমাদের প্রায় অনেকেরই ইচ্ছা থাকে, তো এই ধরনের ব্যবসার যতগুলো রয়েছে তার মাঝে ইনস্ট্যান্ট কফির ব্যবসা অন্যতম।
আজকে আমরা আলোচনা করবো বা হিসেব করবো কিভাবে মাসিক ৩০ থেকে ৪০ হাজার টাকা ইনকাম করা যায় এই কফিওয়ালার ইনস্ট্যান্ট কফি ও চা ভেন্ডিং বিজনেস থেকে।
শুরুতেই একটা হিসেব বুঝতে হবে আপনাকে চলুনঃ
আমাদের ১ কেজি রেগুলার “কফিওয়ালা” কফি প্রিমিক্স/পাউডার এর দামঃ ৪৮০ টাকা যা দিয়ে ৬০ কাপ কফি হবে
তাহলে এক কাপ “কফিওয়ালা” কফির জন্য খরচ হয়ঃ ৪৮০/৬০=৮ টাকা
এর সাথে আপনি পেপার কাপ,পানি,বিদ্যুৎ বিল,দোকানের খরচ সব মিলিয়ে ১.৫ টাকা ধরুন।
মানে ৯.৫ টাকা খরচে আপনি ১ কাপ ফুল “কফিওয়ালা” কফি ২০ টাকা বিক্রি করতে পারতেছেন
সুতরাং ১ কাপ ফুল কফিতে প্রফিট হচ্ছেঃ ১০.৫০ টাকা
আমাদের ১ কেজি “কফিওয়ালা” মিল্কটি প্রিমিক্স/পাউডার এর দামঃ ৩৮০ টাকা যা দিয়ে ৭০ কাপ মিল্কটি হবে
তাহলে এক মিল্কটির জন্য খরচ হয়ঃ ৩৮০/৭০=৫.৪২ টাকা
এর সাথে আপনি পেপার কাপ,পানি,বিদ্যুৎ বিল,দোকানের খরচ সব মিলিয়ে ১.৫ টাকা ধরুন।
মানে প্রায় ৬.৯২ টাকা খরচে আপনি ১ কাপ ফুল “কফিওয়ালা” মিল্কটি ১০ টাকায় বিক্রি করতে পারতেছেন
সুতরাং ১ কাপ ফুল দুধ চাতে প্রফিট হচ্ছেঃ ৩.০৭ টাকা
দৈনিক যদি আপনি মিনিমাম ১০০ কাপ “কফিওয়ালা” কফি বিক্রি করতে পারলে আপনার প্রফিট থাকে ১০.৫X১০০=১০৫০ টাকা
দৈনিক আপনি মিনিমাম ১০০ কাপ “কফিওয়ালা” মিল্কটি বিক্রি করতে পারলে আপনার প্রফিট থাকে ৩.০৭X১০০=৩০৭ টাকা
তাহলে ডেইলি যদি আপনি “কফিওয়ালা” কফি এবং “কফিওয়ালা” চা মিলিয়ে মিনিমাম ২০০ কাপও বিক্রি করতে পারেন তবে প্রফিট আসেঃ ১০৫০+৩০৭= ১৩৫৭ টাকা
এখন যদি আপনি মাসের ৩০ দিন এই “কফিওয়ালা” সেলসের ধারা বজায় রাখতে পারেন তবে ৩০ দিনে প্রফিট হবেঃ ১৩৫৭ X৩০= ৪০৭১০ টাকা
আমাদের ক্যালকুলেশন আমরা দিলাম
এইবার ভেবে দেখার পালা আপনার। কতকাপ বিক্রি করতে পারবেন আর সেই মোতাবেক হিসেব করে নিবেন আপনার প্রফিট।
প্যাকেজ কিনতে চাইলে কল করুন আমাদের অফিসিয়াল হটলাইন নাম্বারেঃ ০১৬১০ ৩২১ ৪২১
অথবা ভিজিট করুনঃ https://coffeewalabd.com/offers
আমাদের অফিসের ঠিকানাঃ
নবারুন ইন্টারন্যাশনাল
হাউজঃ ২৯৬/এ (২য় তলা)
রোডঃ ১৯/বি,মহাখালী ডিও এইচ এস
ঢাকা-১২০৬,বাংলাদেশ
আপনাদের কাছে কি চা,কফির র পাওয়া যায়